Space For Advertisement

সিরাজগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

ঢাকা, সোমবার, ১৭ জুলাই ২০১৭ (নিজস্ব প্রতিনিধি) :  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পানিতে ডুবে অবিরন নেছা (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ ভোরে উপজেলার বড়হর ইউনিয়নের ডেফলবাড়ী এলাকায় ফুলজোড় নদীর শাখা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ডেফলবাড়ী গ্রামের মৃত আখের আলীর স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধা অবিরন রবিবার বিকেলে ফুলজোড় নদীর শাখায় (স্থানীয় ভাষায় কোলা) পাট ধোয়ার কাজ করছিলেন। কাজের ফাঁকে পা পিছলে কোলার পানিতে পড়ে যান তিনি। সন্ধ্যার পর বাড়ি না ফেরায় পরিবারের লোকজন নিজেরা খোঁজাখুঁজির এক পর্যায়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়েও তাকে উদ্ধার করা যায়নি। পরে কোলায় তার মরদেহ ভাসতে দেখে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর দিয়ানাতুল দিনার বিষয়টি নিশ্চিত করেছেন।


সংশ্লিষ্ট আরও খবর

সর্বশেষ খবর

Today's Visitor