Space For Advertisement

স্বরূপকাঠীর সাবেক কাউন্সিলর সালাম মিথ্যা ষড়যন্ত্রের শিকার

স্বরূপকাঠীর সাবেক কাউন্সিলর সালাম মিথ্যা ষড়যন্ত্রের শিকার

জেলা প্রতিনিধি : নিজ অপকর্মের দোষে খেসারাতের মধ্যদিয়ে গভীর ষড়যন্ত্রের জালে ফেঁসে যাওয়ার অভিযোগ উঠেছে স্বরূপকাঠীর ধণাড্য পরিবারের সন্তান ও পৌর সভার সাবেক কাউন্সিলর ও রাজনীতিবিদ মোঃ আঃ সালাম (৫৬)। স্থানীয় সূত্র জানায় গত পরশু রাতের ঘটনার সাথে বাস্তবে মিলের বড়ই অভাব রয়েছে বলে বিজ্ঞসমাজ জানান। তবে এটা সত্য বর্তমান সমাজে বেশীর ভাগ পুরুষ নারীর প্রতি কম বেশী আসক্ত  থাকে। আর সে বিবেচনায় হয়তো সাবেক কাউন্সিলর অপরাধী হতে পারে কিন্তু বাসায় মেয়ে থাকলে কথা ছিল কিন্তু যুবতী মেয়েবিহীন অপবাদ দিয়ে ফায়দা হাসিলে ব্যাস্ত ছিল একটি পক্ষ। অন্যদিকে ঐ রাত্রের ঘটনা নিয়ে বিভিন্ন মিডিয়া যার যার ক্ষোভ প্রকাশ করেছেন কিন্তু বাস্তবে আকলমের ঐ মেয়ের সাথে কোন ধরনের মেলামেশার চিত্র তুলে ধরতে পারিনি। এ ব্যাপারে স্বরূপকাঠীর রাজনীতিবিদসহ ব্যবসায়ীরা জানান, রাজনীতিবিদ আঃ সালাম অপরাধী কিন্তু কিসের উপর ভিত্তি করে ছবিসহ মিডিয়ায় সংবাদ প্রকাশ করে বিগত সময়ের কিছু কিছু সাংবাদিকদের মনের ঝাল মিটিয়েছেন। সত্যসংবাদ প্রকাশ করা ভাল আর সেটা হতে হবে সত্যের ও ন্যায়ের পক্ষে আর সে দাবী প্রেস ক্লাবের বর্তমান সভাপতিসহ বর্তমান  প্রেস ক্লাবের সকল সাংবাদিক ভাই-বোনদের। এদিকে স্বরূপকাঠীর এক মাত্র অনলাইন দৈনিক ফাটাকেষ্ট ডড কম থেকে এখনও মাঠ জরিপে ব্যাস্ত সময় কাটাচ্ছে সত্য ঘটনা উদঘাটনের জন্য। সত্য ঘটনার চিত্র তুলে ধরার  ক্ষেত্রে ফাটাকেষ্ট ডড কম ব্যাতিক্রমী সংস্থার নাম। এদিকে আকলমের ময়না নামের কেউ নেই তবে রুমানা নামের এক মেয়ে রয়েছে আর এ মেয়ের দুইটি সন্তান রয়েছে। এদিকে সরেজমিনে সাংবাদিকরা রুমানার কাছে গেলে তিনি শক্ত মনে বলেন, আমি পাপী বা পাপ করেছি তার কোন প্রমান নেই কোন সাংবাদিকের কাছে। তবে এটা সত্য আমি সাবেক কাউন্সিলর আঃ সালামের সাথে পরিচয় আছে এবং সে সুবাদে এ ভদ্র লোক আমার পরিবারে নানান সময়ে সামাজিক সাহায্য করে আসছে। আমার স্বামী নেশাগ্রস্থ ছিল। আর তাকে মানষিক ভাবে ভাল করার জন্য এ সমাজ সেবকের অবদান কম নয়। আমার পরিবারের স্বার্থে আমার স্বামীর বিদেশে যাওয়ার জন্য ব্রাক ব্যাংক থেকে লোনের ব্যবস্থা করে দেন সাবেক কাউন্সিলর। সমাজ সেবক ও রাজনীতিবিদ হিসাবে আমার কাছে একজন ভাল মানুষ হিসাবেই জানি আমি। অন্যদিকে সাবেক কাউন্সিলর আঃ সালাম মিডিয়াকে জানান, আমার অপরাধ নাই তা বলবো না তবে আমাকে নিয়ে সমাজের একটি চক্র গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ঘরোয়া পরিবেশের মধ্যে দৃঢ় চিত্তে তিনি বলেন, ঐ রাত্রের ঘটনা ছিল আমাকে ফাঁসানোর একটি ছকমাত্র আর আমার ভুলের খেশারাত স্বরূপ কিছু শত্রু পক্ষ আমাকে হেয় করার জন্য এ জাতীয় মহানাটক করেছেন। আমি আরও বলতে চাই, কিছু কিছু মিডিয়াকর্মীরা ঈর্ষাপরায়ন হয়ে আমাকে অহেতুক হেয় করেছেন সামাজিক ভাবে। তবে নাম মাত্র দু-একজন সাংবাদিক ভুল তথ্য নিয়ে সংবাদ প্রকাশ করলেও এলাকার সাহসী সাংবাদিকরা সত্য ঘটনার জন্য এখনও জরিপ চালিয়ে যাচ্ছেন। অবশ্য আমি অপরাধী হলে আমার সাজা হোক আর সে দাবী সকলের কাছে। কিন্তু মিথ্যা অপবাদ দিয়ে সামাজিক ভাবে হেয় করা কখনই মঙ্গল জনক নয়।  


সংশ্লিষ্ট আরও খবর

সর্বশেষ খবর

Today's Visitor