Space For Advertisement

কঙ্গনার 'উচিত কথা' নিয়ে হাসাহাসি তারকাদের

কঙ্গনার 'উচিত কথা' নিয়ে হাসাহাসি তারকাদের

ঢাকা, সোমবার, ১৭ জুলাই ২০১৭ (বিনোদন ডেস্ক) : কফি উইথ করণে স্বজনপোষণ নিয়ে কথা বলেছিলেন বলিউডের অভিনেত্রী কঙ্গনা। আর সেই কথাতেই যেন বলিউডের বেশ কয়েকজন তারকার হাসির পাত্র হলেন তিনি। যদিও কঙ্গনা সেই ‘উচিত কথা’র মাধ্যমে বাস্তবতাকেই তুলে ধরেছেন। কফি উইথ করণে কঙ্গনা করণ জোহরকে পরিষ্কার বলেন, তিনি বলিউডে স্বজনপোষণের ধারক বাহক। গতকালের ঘটনায় পরিষ্কার, করণ ও বলিউডের অন্যান্য ফিল্মি পরিবারের সে জন্য কঙ্গনার ওপর রাগ এখনও কমেনি। কঙ্গনার কথাটা নিয়ে নিউ ইয়র্কে আইফার মঞ্চে হাসি-তামাশা করলেন পারিবারিকভাবে বলিউডে পা রাখা কয়েকজন শিল্পী। সাম্প্রতিক আইফা উৎসবের সঞ্চালক ছিলেন সাইফ আলী খান, বরুণ ধাওয়ান ও করণ জোহর। তিনজনেরই বলিউডে পা রাখা বাবা-মায়ের সূত্রে। হাসিঠাট্টার ছলে সেই প্রসঙ্গই টেনে তুললেন তাঁরা। বরুণ 'ঢিসুম' ছবির জন্য কমিক রোলে সেরা অভিনেতার পুরস্কার পেলেন। তা নিয়ে সাইফ আলী বললেন, তুমি আজ এখানে তোমার ডেভিড ধাওয়ানের জন্য। সঙ্গে সঙ্গে বরুণের জবাব, আর তুমি এখানে তোমার মা শর্মিলা ঠাকুরের জন্য। নাক গলালেন করণ জোহরও। তিনিও বললেন, বাবা যশ জোহর না থাকলে তিনিও এই জায়গায় আসতেই পারতেন না। একপর্যায়ে কঙ্গনাকে তাঁতিয়ে দিতে তার একটি গান গেয়ে শোনান সাইফ ও বরুণ। তাতে আবার করণের উক্তি, কঙ্গনা মুখ না খুললেই ভালো।


সংশ্লিষ্ট আরও খবর

সর্বশেষ খবর

Today's Visitor