Space For Advertisement

‘কোরবানির চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা’

‘কোরবানির চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা’

ঢাকা, রোববার, ২৭ আগষ্ট ২০১৭ (স্টাফ রিপোর্টার) : সাভারের চামড়া শিল্পনগরীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের কারণে পরিবেশ দূষণ হলে, এর সম্পূর্ণ দায় বিসিককে নিতে হবে বলে জানিয়েছেন ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মাহিন। শনিবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে সংগঠনটির কার্যলয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এসময়, লবণের বাড়তি দামের কারণে কোরবানির অনেক চামড়া নষ্ট হওয়ার আশঙ্কার কথাও জানানো হয়। মহিউদ্দিন আহমেদ মাহিন বলেন, চামড়া ছাড়ানোর ছয় ঘণ্টার মধ্যে পরিমাণমতো লবণ না দিলে চামড়ার পচন রোধ করা যাবে না। এমন তথ্য দিয়ে মহিউদ্দিন আহমেদ বলেন, মাঝারি চামড়ার জন্য ৬ থেকে ৮ কেজি ও বড় চামড়ার জন্য ১০ থেকে ১২ কেজি লবণ দিতে হবে। চামড়ার গুণমান ভালো থাকলেই দাম ভালো পাওয়া যাবে। তিনি আরও বলেন, গত বছর লবণের অভাবে প্রায় ৩০ শতাংশ চামড়ার গুণমান ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবারও লবণের দাম ইতিমধ্যে বেড়ে গেছে। তাই চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা আছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান দিলজান ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আউয়াল প্রমুখ।


সংশ্লিষ্ট আরও খবর

সর্বশেষ খবর

Today's Visitor