Space For Advertisement

সৌদিতে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু

সৌদিতে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু

 

ঢাকা, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭ (মুক্তখবর ডেস্ক) : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার বরুড়া ও চান্দিনা উপজেলার তিন প্রবাসীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার দেশটির হাফার আল বাতেন সড়কের নারীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।   নিহতরা হলেন- কুমিল্লার চান্দিনা উপজেলার শ্রীমন্তপুর গ্রামের আবুল হোসেনের ছেলে কামাল হোসেন (২৮), একই গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে মোহাম্মদ হোসেন (৪০) ও বরুড়া উপজেলার গইনখালী গ্রামের সেলিম মিয়া (৩৮)। তারা সকলেই সৌদি আরবের দাম্মামে থাকতেন। আহতরা হলেন- চান্দিনার শ্রীমন্তপুর গ্রামের আবুল কাশেমের ছেলে জাকির হোসেন ও আমিন মেম্বারের ছেলে শরীফ।  আশঙ্কাজনক অবস্থায় তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।   ৬ মাস আগে জীবিকার তাগিদে কামাল হোসেন ও মোহাম্মদ হোসেন সৌদি আরবের দাম্মাম শহরে যান। সেখানে একই গ্রামের শরীফের সঙ্গে কাজ করছিলেন তারা। মঙ্গলবার সকালে প্রাইভেটকারযোগে কর্মস্থল সৌদির দ্বীযানে যাচ্ছিলেন। পথিমধ্যে নারীয়া এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।  সৌদি আরব থেকে তাদের নিকটতম আত্মীয় জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


সংশ্লিষ্ট আরও খবর

সর্বশেষ খবর

Today's Visitor