Space For Advertisement

গুডনেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপি’র আয়োজনে বিনামূল্যে অসহায় দুঃস্থদের স্বাস্থ্য সেবা প্রদান

গুডনেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপি’র আয়োজনে বিনামূল্যে অসহায় দুঃস্থদের স্বাস্থ্য সেবা প্রদান

সিদ্দিক হোসেন : বৃহস্পতিবার সকালে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে গুডনেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপি’র আয়োজনে বিনামূল্যে শতাধিক অসহায় দুঃস্থদের স্বাস্থ্য সেবা ও ঔষধ বিতরণ করেন। চিকিৎসা সেবা প্রদান করেন, এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর এর কনসালটেন্ট ডাঃ শাহ্ মোঃ ইসমাইল হোসেন। তিনি চর্ম ও যৌন, এলার্জী ও কসমেটিক রোগের চিকিৎসা প্রদান করেন। পরবর্তীতে গুডনেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপি’র প্রকল্প ব্যবস্থাপক রেমন্ড কুইয়ার সভাপতিত্বে ২৫০জন রোগীদের মাঝে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে রোগীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন গুডনেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপি’র মেডিকেল অফিসার ডাঃ মোঃ আরমান আলী ও সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 

 


সংশ্লিষ্ট আরও খবর

সর্বশেষ খবর

Today's Visitor