Space For Advertisement

রসিক নির্বাচনে সেনা মোতায়েনের দাবি বিএনপির

রসিক নির্বাচনে সেনা মোতায়েনের দাবি বিএনপির

ঢাকা, বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০১৭ (স্টাফ রিপোর্টার) : রংপুর সি‌টি করপোরেশন (রসিক) নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ কর‌তে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দি‌য়ে সেনা‌ মোতায়েনের দা‌বি জা‌নি‌য়ে‌ছে বিএন‌পি। আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী ব‌লেন, ক্ষমতাসীন দ‌লের লো‌কেরা ভোটারদের যেভা‌বে ভয়ভীতি দেখাচ্ছে তা‌তে ক‌রে রংপুর সি‌টি করপোরেশন নির্বাচন অবাধ ও নির‌পেক্ষ হ‌বে কিনা তা নি‌য়ে যথেষ্ট স‌ন্দিহান। নির্বাচন ক‌মিশন‌কে বল‌তে চাই ক্ষমতাসীন‌ দ‌লের প্রার্থীদের পিছনের দরজা দি‌য়ে বিজয়ী করতে কারচুপির চেষ্টা কর‌লে জনগণ মে‌নে ন‌বে না। তাই অবাধ সুষ্ঠু নির‌পেক্ষ নির্বাচনী প‌রি‌বেশ তৈ‌রি‌তে সেনা‌ মোতা‌য়েন করার দা‌বি জানা‌চ্ছি। তিনি অ‌ভি‌যোগ ক‌রে ব‌লেন, আওয়ামী লী‌গের মনোনীত প্রার্থীরা নির্বাচনী আচরণ বি‌ধি লঙ্ঘন কর‌লেও ই‌সি তার বিরুদ্ধে কো‌নো ব্যবস্থা নি‌চ্ছে না। শুধু তাই নয় নির্বাচন ক‌মিশন রংপুর সি‌টি নির্বাচনে এখনও অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী প‌রি‌বেশ সৃ‌ষ্টি কর‌তে পা‌রে‌নি। সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা আবুল খায়ের ভূইয়া, আব্দুস সালাম, হাবিবুল ইসলাম হাবিব, মীর সরাফত আলী সপু, আব্দুস সালাম আজাদ, আব্দুল আউয়াল খান, মুনির হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


সংশ্লিষ্ট আরও খবর

সর্বশেষ খবর

Today's Visitor