Space For Advertisement

ঢাবি টিএসসির সামনের সব ভ্রাম্যমান দোকান বন্ধ

ঢাবি টিএসসির সামনের সব ভ্রাম্যমান দোকান বন্ধ

ঢাকা, মঙ্গলবার, ০২ জানুয়ারী ২০১৮ (ঢাবি প্রতিনিধি) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসটিস) সব ভ্রাম্যমান দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের এ নির্দেশনা অনুযায়ী কোনো চায়ের দোকানিকে দোন খুলতে দেওয়া হয়নি। এ ব্যাপারে টিএসসির পরিচালক এ এম মহিউজ্জামান জানান, এ নির্দেশনার ব্যাপারে তিনি জানেন না। এদিকে প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী জানান, শুধু টিএসসির চায়ের দোকানের বিষয়ে আলাদা কোনো নির্দেশনা নেই। ভাসমান দোকানগুলোতে নিম্নমানের চা ও খাবার পরিবেশন করা হয়, যা স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। এগুলো নিরাপত্তা ও জনস্বার্থের বিরোধী।


সংশ্লিষ্ট আরও খবর

সর্বশেষ খবর

Today's Visitor