Space For Advertisement

আগুয়েরোর শেষ মুহূর্তের গোলে ফাইনালে এক পা ম্যানসিটির

আগুয়েরোর শেষ মুহূর্তের গোলে ফাইনালে এক পা ম্যানসিটির

ঢাকা, বুধবার, ১০ জানুয়ারী ২০১৮ (স্পোর্টস ডেস্ক) : ইংলিশ লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে জয় নিয়ে সুবিধাজনক অবস্থানে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। ব্রিস্টল সিটির বিপক্ষে ইনজুরি টাইমে ২-১ ব্যবধানের জয়সূচসক গোল উপহার দেন আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। ইতিহাদ স্টেডিয়ামে প্রথমার্ধের আগমুহূর্তে পেনাল্টি থেকে লিড নেয় ভিজিটররা। বিরতির পর ৫৫ মিনিটে ম্যানসিটিকে সমতায় ফেরার বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন। ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছে তখনই স্বাগতিক দর্শকদের উল্লাসের উপলক্ষ এনে দেন আগুয়েরো। অতিরিক্ত সময়ে হেডে বল জালে পাঠান। সিটিজেনদের সামনে এবার ফাইনাল নিশ্চিতের মিশনে অ্যাওয়ে ম্যাচের চ্যালেঞ্জ। আগামী ২২ জানুয়ারি (সোমবার) ম্যানসিটিকে আতিথ্য দেবে ব্রিস্টল সিটি। খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায়। এদিকে, হাইভোল্টেজ সেমির লড়াইয়ে মুখোমুখি হচ্ছে চেলসি ও আর্সেনাল। স্ট্যামফোর্ড ব্রিজে বুধবার (১০ জানুয়ারি) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় রোমাঞ্চকর ম্যাচটি শুরু হবে। এমিরেটস স্টেডিয়ামে একই সময়ে ফাইনাল নির্ধারণী ফিরতি পর্ব ২৩ জানুয়ারি।


সংশ্লিষ্ট আরও খবর

সর্বশেষ খবর

Today's Visitor