Space For Advertisement

কাস্পিয়ান সাগরে ইরানের যুদ্ধ জাহাজ বিধ্বস্ত

কাস্পিয়ান সাগরে ইরানের যুদ্ধ জাহাজ বিধ্বস্ত

ঢাকা, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮ (মুক্তখবর ডেস্ক) : ঝড়ের কবলে পড়ে কাস্পিয়ান সাগরে ইরানের একটি যুদ্ধ জাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে দুই নাবিক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।  বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।  খবরে বলা হয়, আয়তনে বিশ্বের বৃহত্তম আবদ্ধ জলাশয় কাস্পিয়ান সাগরে  ঝড়ের কবলে পড়ে কংক্রিটের সঙ্গে ধাক্বা লেগে ইরানের একটি জাহাজ বিধ্বস্ত হয়।  ইরানের গিলান প্রদেশের কাস্পিয়ান বন্দর সংলগ্ন এলাকায় ঘটনা ওই দুর্ঘটনায় জাহাজের দুইজন নাবিক নিখোঁজ রয়েছেন। জানা যায়, ১০০মিটার দৈর্ঘ্যের যুদ্ধ জাহাজটির নাম ‘দামাভান্দ’। সামুদ্রিক ঝড়ে চার মিটার উচ্চতার ঢেউয়ের তোপে বিধ্বস্ত হয়ে যায় এটি। 


সংশ্লিষ্ট আরও খবর

সর্বশেষ খবর

Today's Visitor