Space For Advertisement

নওগাঁয় বাসচাপায় চিকিৎসক নিহত

নওগাঁয় বাসচাপায় চিকিৎসক নিহত

ঢাকা, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮ (নিজস্ব প্রতিনিধি) : নওগাঁয় যাত্রীবাহী বাসের চাপায় তমিজ উদ্দীন (৮০) নামে এক চিকিৎসক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ দুপুরে জেলার মহাদেবপুর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের রানীপুকুর নামক স্থানে। নিহত তমিজ উদ্দীন মহাদেবপুর উপজেলার ভীমপুর গ্রামের বাসিন্দা। জানা গেছে, আজ দুপুরে সড়ক পারাপারের সময় চিকিৎসক তমিজ উদ্দীনকে নওগাঁ থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তরিঘড়ি করে তমিজকে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। চিকিৎসক তমিজ উদ্দীন দীর্ঘদিন ধরে নওগাঁ শহরের শহরের তুলাপট্টিতে দাঁতের চিকিৎসা দিয়ে আসছিলেন। এ বিষয়ে মহাদেবপুরের নওহাটা পুলিশ ফাঁড়ির এসআই শামিম হোসেন জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে নিহতের লাশ উদ্ধার করাসহ পরিস্থিতি শান্ত করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।


সংশ্লিষ্ট আরও খবর

সর্বশেষ খবর

Today's Visitor