Space For Advertisement

দেশে বিনিয়োগ করতে সিঙ্গাপুরের ব্যবসায়ীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে বিনিয়োগ করতে সিঙ্গাপুরের ব্যবসায়ীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮ (স্টাফ রিপোর্টার) : সম্ভাবনাময় বাংলাদেশে বিনিয়োগ করতে সিঙ্গাপুরের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে সিঙ্গাপুরে বাংলাদেশ-সিঙ্গাপুর বিজনেস ফোরামের গোলটেবিলে এই কথা বলেন তিনি। বৈঠকে অংশ নেয়া সিঙ্গাপুরের বিভিন্ন খাতের ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন- বিনিয়োগ বান্ধব বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিদেশী বিনিয়োগের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সিঙ্গাপুরে দ্বিপক্ষীয় সফরে এবার প্রধানমন্ত্রীর সাথে প্রতিনিধিদলে ছিলেন দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ। বাংলাদেশ ও সিঙ্গাপুর বিজনেস ফোরামের উদ্যোগে আয়োজিত গোলটেবিলে স্থানীয় সময় মঙ্গলবার বেলা ১০টায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে অংশ নেন দু'দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ীরা। এ সময়, মিতসুবিশি কোম্পানির সাথে বাংলাদেশি প্রতিষ্ঠান সামিট গ্রুপ এলএনজি খাতে একটি সমঝোতা সই করে। এছাড়া, দু'দেশের ব্যবসায়ীদের নিবিড় ব্যবসায়ী যোগযোগ ও সম্পর্ক স্থাপনে বণিক সংগঠন এফবিসিসিআই ও সিঙ্গাপুর ম্যানুফ্যাকচারিং ফেডারেশন- এসএমএফ এর মধ্যেও সমঝোতা সই হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিনিয়োগ পরিস্থিতির অগ্রগতি তুলে ধরেন।


সংশ্লিষ্ট আরও খবর

সর্বশেষ খবর

Today's Visitor