Space For Advertisement

ফিরে আসছে পুরোনো অ্যাপ! শঙ্কায় ফেসবুক

ফিরে আসছে পুরোনো অ্যাপ! শঙ্কায় ফেসবুক

ঢাকা, রোববার, ১৫ এপ্রিল ২০১৮ (আইটি ডেস্ক) দিন যত যাচ্ছে মানুষ ততই প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে। সেই সাথে বাড়ছে সামাজিক যোগাযোগের মাধ্যমও। এক সময় সোশ্যাল নেটওয়ার্ক মানেই ছিল ‘অরকুট’। তবে ফেসবুক, টুইটার আসার পরে আস্তে আস্তে পিছনের সারিতে চলে যায় অরকুট। এমনকি গুগলের পক্ষ থেকে জানানো হয়, ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর থেকে চিরতরে বন্ধ করে দেওয়া হবে এই সোশ্যাল অ্যাপ। তবে সম্প্রতি মার্ক জুকারবার্গের ফেসবুক তথ্য ফাঁসের অভিযোগে জড়িয়ে পড়ায় আবারও আবির্ভূত হতে চলেছে অরকুট। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই জানা গেছে। সোশ্যাল অ্যাপটির স্রষ্টা অরকুট বাইয়ুকোটেন এর নামানুসারেই নাম হয় অরকুটের। ২০০৪ সালের শুরুতেই লঞ্চ হয়েছিল অরকুট। সেই সময়ে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল ‘নিং’ নামে একটি অ্যাপ। পাশাপাশি ছিল ফেসবুক ও মাইস্পেস। জানা গেছে, অরকুট এবার নতুন করে লঞ্চ হয়েছে ‘হ্যালো’ নাম নিয়ে। আগে, অরকুটের হেডকোয়াটার ছিল ব্রাজিলে। কিন্তু, এবার অরকুট বাইয়ুকোটেন তাঁর হেডকোয়াটার্স নিয়ে গেছে স্যান ফ্রানসিস্কোয়। 


সংশ্লিষ্ট আরও খবর

সর্বশেষ খবর

Today's Visitor