Space For Advertisement

বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে ময়মনসিংহ ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে ময়মনসিংহ ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

ময়মনসিংহ ব্যুরো : বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিভাগীয় শহর ময়মনসিংহে পৌরসভার আয়োজনে গতকাল বিকেলে সার্কিট হাউজ মাঠে বাংলার প্রাচীন লোকজ ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলার সার্কিট হাউজ মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা উপভোগ করেন ও প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন । এসময় আরো উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক ডঃ সুভাষ চন্দ্র বিশ্বাস, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামূল হক টিটু। এছাড়াও অনুষ্ঠানে জেলা ও পুলিশ প্রশাসন, পৌর প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক, ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঘোড়দৌড় খেলাকে উপভোগ করতে সার্কিট হাউজ মাঠে বিপুল সংখ্যক উৎসুক জনতা, বয়োবৃদ্ধ নারীপুরুষ ও শিশুরা দুপুর থেকেই সার্কিঠ  হাইজ মাঠের চর্তুপাশে উপস্থিত হয়ে আনন্দ উপভোগ করেন। ঘোড়দৌড় প্রতিযোগীতায় টাঙ্গাইলের সখীপুর, মুধপুর, শেরপুর, জামালপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ থেকে ৫৩জন প্রতিযোগী, ৬টি ইভেন্টে দাপট দৌড় ও কদম দৌড়ে অংশ নেয়।  প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ফ্রিজ, রঙিন টেলিভিশন, মোবাইল ফোনসহ বিভিন্ন সামগ্রী পুরষ্কার প্রদান করা হয়। 

 


সংশ্লিষ্ট আরও খবর

সর্বশেষ খবর

Today's Visitor