Space For Advertisement

তোমার অপেক্ষায়...

তোমার অপেক্ষায়...

মোস্তাক আহমেদ মনির
তোমাকে নিয়ে গড়া স্বপ্ন গুলো এখন শুধুই স্মৃতি। সময়ের হাত ধরে চলে এসেছি আজ অনেকটা পথ, অনেক-দিন, অনেক-মাস, অনেক-বছর। তুমি এখন আমার কাছে শুধুই অতীত, কেবল ফেলে  আসা কিছু স্মৃতি। তোমার কথা এখন আর তেমন একটা মনে পড়েনা। ক্ষয়ে যাওয়া সময়ের হাত ধরে-বদলে গেছে অনেক কিছু, তুমি বদলে গেছো, আর বদলে গেছি আমিও। তবুও তোমার সাথে কাটানো প্রতিটা মুহুত্ব আজও ভুলতে কষ্ট হয় আমার। যেমন তোমার সাথে ট্রেনে সেই বহুদুর ভ্রমন, তোমার চোখের চাহনি, ভয় পেলে আমার হাতে তোমার হাত রাখাটা, ব্যস্ত নগরীর রাস্তায় বিশ্বাস করে ভরসা করে আমার হাতটি চেপে ধরা, তোমার মিষ্টি মায়াবি মুখখানা, তোমার মিষ্টি মুখের মিষ্টি ঠোটের বাকানো সেই চিরচেনা ভালোবাসার হাসিটা, আমার বুকে তোমার মাথা রাখাটা, আমার হাত বুকে ধরে ঘুমানোটা, তোমার কি মনে পড়ে ? আমি যখন মাঝে মাঝে তোমার কুলে মাথা রেখে ঘুমিয়ে যেতাম গরমে ঘেমে যেতাম তখন তুমি তোমার হাত দিয়ে আমার মাথা বুলিয়ে দিতে, নিজের মুখ দিয়ে ফু দিয়ে আমার গরমটাকে নিবারন করার চেষ্টা করতে। আরও অনেক কিছুই আজও আছে ঠিক তেমনি। এখনো আগের মতই আছে, কিছুই বদলায়নি, আজও, লড়ে চলেছি আমি জীবন যুদ্ধের ময়দানে। শুধু সময়ের বিবর্তনে বদলে গেছো তুমি-আর বদলে গেছি সেই ভালোবাসার পাগল আমি। তোমাকে নিয়ে দেখা আমার প্রতি রাতের সুদর স্বপ্ন গুলো আজও ঘুমের ঘোরে আমার সামনে ভেসে উঠে, আমি স্বপ্নেই অনুভব করি তোমার সেই চিরচেনা ছোয়। স্মৃতি হাতরে দেখি, তোমার দেয়া কষ্টের ক্ষতগুলি, আমার জীবনে তোমার জন্য যে শূন্যতার জায়গা করে দিয়ে ছিলো, সেগুলো আজ অনেকটাই ভরাট হয়ে গেছে। অবিরাম ঝরে পড়া হৃদয় ক্ষতবিক্ষত হওয়া রক্ত কণা গুলো শুকিয়ে রক্ত ক্ষরণের দাগগুলো, এখন আর নেই ! মিশে গেছে একে-বারেই। আমার জীবন আজ পযন্ত বিকালের সূর্যাস্তের মতো, শেষ স্মৃতির আলোটুকুও বিলীন হয়ে গেছে আজ খুব অল্প সময়ের ব্যবধানে। কত রাত নির্ঘুম কাটিয়েছি তোমায় ভেবে ! তোমার স্মৃতি গুলো কে ভেবে। একাকীত্ব আর অপেক্ষায় কত সময় যে আমার কেটেছে , আজ আর তা মনেও পড়েনা। তোমার কথা মনে হলেই কেবল মনে পড়ে ! কি সুন্দর ভাবে নিপুন হাতে খেলেছ তুমি মন ভাঙ্গার খেলা, কত সুন্দর ছিলো তোমার অভিনয়। আমার হৃদয়টাকে আঘাতে আঘাতে রক্তাক্ত করে ক্ষত-বিক্ষত করেছো তুমি প্রতি নিয়ত। তবুও আমি জীবনের কাছে আর তোমার দেয়া দুঃখ কষ্টের কাছে আজও হার মানিনি, নিজেকে সাজিয়েছি নতুন ভাবে, নতুন রুপে। আজ আমি ভালো আছি। অনেক অনেক ভালো আছি। তোমাকে নিয়ে কাটানো সেই সময় গুলো, সেই ভালোবাসার অনূভুতি গুলো আজ আমার কাছে কেবলি নষ্টস্মৃতি। তবুও অপেক্ষায় আছি যদি কোন দিন তুমি ফিরে এসে আমার জীবনটাকে আবার নতুন করে রাঙ্গিয়ে দাও।

মোস্তাক আহমেদ মনির
কবি, সাংবাদিক, লেখক
সরিষাবাড়ী, জামালপুর।


সংশ্লিষ্ট আরও খবর

সর্বশেষ খবর

Today's Visitor