Space For Advertisement

জন কবির ও মিথিলার ছবি ভাইরাল

জন কবির ও মিথিলার ছবি ভাইরাল

 

ঢাকা, মঙ্গলবার, ০৪ ডিসেম্বর ২০১৮ (বিনোদন ডেস্ক) : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনয়শিল্পী জন কবির ও মিথিলার একটি ছবি ভাইরাল হয়েছে। সোমবার 'কনটেন্ট' শিরোনাম দিয়ে ওই ছবিটি পোস্ট করেন জন কবির। সঙ্গে ছিল একটি বিদ্রুপাত্মক হাসির ইমো। ছবিটি শুধু জন কবিরের ওয়াল থেকেই শেয়ার হয়েছে ৩ হাজার ৮১ বার। মন্তব্য এসেছে ১৩০০। ছবিটি প্রকাশের পর জন কবির-মিথিলার সম্পর্ক নিয়ে অনেকে বিদ্রুপাত্মক মন্তব্য করছেন। যার উত্তরে জন কবির মন্তব্য করেছেন, সামাজিক মাধ্যমে আমাদের সমাজের অবস্থার প্রতিফলন ছবিটির নিচে জন কবিরের উদ্দেশ্যে মিথিলা লিখেছেন, জনের বাচ্চা। মানুষ আমাকে এখন জ্বালাইয়া মারবে! কনটেন্টের এমনিতেই অভাব নাই দুনিয়াতে! সুরকার ফুয়াদ আল মুক্তাদির ছবির নিচে মন্তব্যের ঘরে লিখেছেন, 'ভাবি'। তার উত্তরে জন কবির লিখেছেন, 'আমারও ভাবি'।


সংশ্লিষ্ট আরও খবর

সর্বশেষ খবর

Today's Visitor