Space For Advertisement

নিরাপদ সড়ক চাই আন্দোলনের সম্মাননা পেলেন কাপাসিয়া-মনোহরদীর দুই কৃতি সন্তান

নিরাপদ সড়ক চাই আন্দোলনের সম্মাননা পেলেন কাপাসিয়া-মনোহরদীর দুই কৃতি সন্তান

আকরাম হোসেন হিরন : বাংলাদেশের বৃহত্তম জাতীয় সামাজিক সংগঠন ‘নিরাপদ সড়ক চাই আন্দোলন’ (নিসচা) এর রজতজয়ন্তী উদযাপন ও সম্মাননা স্মারক প্রদান উপলক্ষে গত ১ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আলোচনা ও সংবর্ধনা সভার আয়োজন করা হয়।  নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চিত্র নায়ক ইলিয়াছ কাঞ্চনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ^সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক আবু সায়িদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশলী বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. শামসুল হক, অধ্যাপক ড. মিজানুর রহমান, ঢাকা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. রওনক আক্তার খান, বাংলাদেশ টেলিভিশনের প্রধান নির্বাহী সৈয়দ ইসতিয়াক রেজা প্রমূখ।  অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনারোধে অনন্য ভূমিকার স্বীকৃতি স্বরূপ দৈনিক প্রথম আলো সম্পাদক মনোহরদীর কৃতি সন্তান মতিউর রহমান এবং বিআরটিএ এর সাবেক চেয়ারম্যান কাপাসিয়ার কৃতি সন্তান  মোঃ আইয়ূবুর রহমান খানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বক্তারা নিরাপদ সড়ক চাই আন্দোলন (নিসচা) এবং এর প্রতিষ্ঠাতা চিত্র নায়ক ইলিযাস কাঞ্চন, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও সাবেক অতিরিক্ত সচিব ও বিআরটিএ এর চেয়ারম্যান মোঃ আইয়ূবুর রহমান খানের ভূয়শী প্রশংসা করেন। তারা বলেন, এসব সাদা মনের আলোকিত মানুষরাই পারে সমাজকে বদলে দিতে এবং নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে। 

 


সংশ্লিষ্ট আরও খবর

সর্বশেষ খবর

Today's Visitor