Space For Advertisement

বধূ বেশে প্রিয়াঙ্কাকে দেখে কেঁদে ফেলেন নিক

বধূ বেশে প্রিয়াঙ্কাকে দেখে কেঁদে ফেলেন নিক

ঢাকা, বুধবার, ০৫ ডিসেম্বর ২০১৮ (বিনোদন ডেস্ক) : বলিউডের আরও একটি মেগা বিয়ে পর্ব শেষ হলো। হিন্দু ও খ্রিষ্টান দুই রীতিতেই বিয়ে করলেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস।  সম্প্রতি তাদের বিয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে প্রেমিকাকে বধূ বেশে দেখে কেঁদে ফেলেন নিক। প্রিয়াঙ্কা-নিক দুজনেই বিয়ের ছবি তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। দুই সাজেই মাতিয়ে দিয়েছেন তারা। বিয়ের মঞ্চে নিয়ে যাওয়ার সময় মা মধু চোপড়া প্রয়াঙ্কার হাতে সাদা জিনিয়া ফুলের বুকে ধরিয়ে দেন। তখন প্রিয়াঙ্কাকে বধূ বেশে দেখে চোখে পানি এসে যায় নিকের। একই ভাবে নিককে দেখে আবেগ তাড়িত হয়ে পড়েছিলেন প্রিয়াঙ্কাও। সেই মুহূর্তের ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। খ্রিষ্টান মতে বিয়ের দিন রালফ লরেনের ডিজাইন করা একটি সাদা গাউন পরেন প্রিয়াঙ্কা। সঙ্গে মাথায় ছিল ৭৫ ফুটের সাদা রংয়ের বিয়ের ওড়না। গাউনটি তৈরি করতে নাকি সময় লেগেছে এক হাজার ৮২৬ ঘণ্টা। পুরো গাউনেই ছিল এমব্রয়ডারির কাজ। পোশাকের মধ্যেও ছিল মুক্ত সাজানো। সঙ্গে ‘সোয়ারস্কি’ ব্র্যান্ডের ক্রিস্টাল গয়না পরেন তিনি। খ্রিষ্টান রীতিতে বিয়ের পর রোম্যান্টিক ডান্স করতে দেখা যায় প্রিয়াঙ্কা-নিককে।


সংশ্লিষ্ট আরও খবর

সর্বশেষ খবর

Today's Visitor