Space For Advertisement

অর্জুন-মালাইকার বিয়ের দিন স্থির!

অর্জুন-মালাইকার বিয়ের দিন স্থির!

ঢাকা, বৃহস্পতিবার, ১০ জানুয়ারী ২০১৯ (বিনোদন ডেস্ক) : চলতি বছরই গাঁটছড়া বাঁধছেন বলিউড তারকা অর্জুন কাপুর এবং মালাইকা অরোরা। এই খবর আগেই জানিয়ে দিয়েছিল ভারতের একটি গণমাধ্যম। এবার প্রকাশ্যে এলো মালাইকা ও অর্জুন কাপুরের বিয়ের দিনক্ষণ? খবর অনুযায়ী, চলতি বছরের মার্চ মাসের শেষে কিংবা এপ্রিলের শুরুতে বিয়ের পিঁড়িতে বসবেন এ তারকা জুটি। ভারতের শীর্ষস্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, ইতিমধ্যেই নাকি অর্জুনের সঙ্গে বিয়ের দিন, তারিখ নিয়ে নিজের টিম-এর সঙ্গে আলোচনাও সেরে ফেলেছেন বলিউডের এই অভিনেত্রী। টিম মালাইকার প্রত্যেক সদস্য যাতে বিয়ের দিন হাজির থাকতে পারেন, সেই কারণে আগেভাগে তাদের বিয়ের দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে বলে খবর। তবে বিয়েতে টিম মালাইকার প্রত্যেক সদস্য হাজির হলেও, সেখানে ক্যামেরার ফ্ল্যাশ সেভাবে থাকবে না। পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠদের নিয়েই অর্জুন কাপুরের সঙ্গে চুপিসারে বিয়ে সেরে নেবেন আরবাজ খানের প্রাক্তন স্ত্রী এমনটাই খবর। যদিও মালাইকা বা অর্জুন এ বিষয়ে এখনও মুখে টু শব্দও করেননি। বর্তমানে 'পানিপথ'-এর শুটিংয়ে ব্যস্ত অর্জুন। অন্যদিকে 'ইন্ডিয়াস গট ট্যালেন্ট' নামে একটি রিয়েলিটি শো-এ বিচারকের আসনে রয়েছেন মালাইকা অরোরা। নিজেদের সব কাজ মিটিয়েই কি এ বছর দু'জনে বিয়ের সিদ্ধান্ত নিচ্ছেন? আপাতত সেই প্রশ্নই উঠছে বিটাউনের আনাচে-কানাচে।


সংশ্লিষ্ট আরও খবর

সর্বশেষ খবর

Today's Visitor