Space For Advertisement

১১ বছর পর এক সিনেমায় শ্বশুর-পুত্রবধূ

১১ বছর পর এক সিনেমায় শ্বশুর-পুত্রবধূ

ঢাকা, বৃহস্পতিবার, ১০ জানুয়ারী ২০১৯ (বিনোদন ডেস্ক) : দীর্ঘ ১১ বছর পর একই সিনেমায় অভিনয় করছেন সাবেক বিশ্বসুন্দরী, বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও তাঁর শ্বশুর মেগাস্টার অমিতাভ বচ্চন। খ্যাতিমান চলচ্চিত্রকার মনি রত্নমের ছবিতে তাঁদের দেখা যাবে। আগামী ১৪ জানুয়ারি এই প্রকল্পটির বিস্তারিত ঘোষণা করা হবে। একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম ডিএনএ তাদের প্রতিবেদনে জানিয়েছে, ঐশ্বরিয়া রাই এরই মধ্যে এ প্রকল্পে চুক্তিবদ্ধ হয়েছেন। তবে সিনিয়র বচ্চন এখনো চুক্তিবদ্ধ হননি। সূত্রটি জানায়, এটি বড় বাজেটের ইতিহাস-আশ্রিত ছবি। ‘বাহুবলি’ ফ্র্যাঞ্চাইজির আদলে এর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বহুভাষিক এই প্রকল্পে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের বেশ কয়েকজন তারকা থাকবেন।

কল্কি কৃষ্ণমূর্তির বই ‘পোন্নিইন সেলবান’ (দ্য সন অব পোন্নি) থেকে এই ছবির চিত্রনাট্য তৈরি হচ্ছে, যেখানে দশম ও একাদশ শতাব্দীর ‘প্রথম রাজারাজা চোলা’র গল্প বর্ণনা করা হয়েছে। প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, নামকরা সব তারকার উপস্থিতি থাকবে এই ছবিতে। এরই মধ্যে এই ছবির জন্য অভিনেতাদের শুটিং শিডিউল ঠিক করা হতে শুরু করেছে। বইটি পাঁচ খণ্ডে রচিত, তবে এর নির্মাতা ছবিটি সমাপ্ত করবেন তিন কিস্তিতে।

এর আগে জানা গিয়েছিল, অনুরাগ কাশ্যপের ‘গুলাব জামুন’ ছবিতে স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে জুটি বাঁধবেন ঐশ্বরিয়া রাই। তবে এই প্রকল্পটির কোনো অগ্রগতির খবর পাওয়া যাচ্ছে না। কয়েকটি গণমাধ্যমে এ খবরও ছেপেছে, এই ছবিটি না-ও হতে পারে। তবে অভিনেতা ও নির্মাতা কিছুই জানাননি। ২০০৮ সালে অমিতাভ ও ঐশ্বরিয়াকে সর্বশেষ ‘সরকার রাজ’ সিনেমায় দেখা গিয়েছিল। ২০০৫ সালে ‘বান্টি অর বাবলি’ ছবিতে ‘কাজরা রে’ গানে শ্বশুর অমিতাভ ও স্বামী অভিষেকের সঙ্গে নেচেছিলেন সাবেক এই বিশ্বসুন্দরী। সূত্র : হিন্দুস্তান টাইমস


সংশ্লিষ্ট আরও খবর

সর্বশেষ খবর

Today's Visitor