Space For Advertisement

বলিউডের খলনায়ক মহেশ আনন্দ আর নেই

বলিউডের খলনায়ক মহেশ আনন্দ আর নেই

ঢাকা, রোববার, ১০ ফেব্রুয়ারি ২০১৯ (বিনোদন ডেস্ক) : না ফেরার দেশে চলে গেলেন বলিউডের খলনায়ক চরিত্রের অভিনেতা মহেশ আনন্দ।  গতকাল শনিবার মুম্বাইয়ের নিজ বাড়িতে মারা যান ৫৭ বছর বয়সী এই অভিনেতা। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। ইতিমধ্যে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মদ্যপান করতেন এই খল অভিনেতা।  কয়েক বছর যাবত দেশে একাই থাকতেন তিনি।  অন্যদিকে তার স্ত্রী মস্কোতে ছিলেন।গত শতকের নব্বইয়ের দশকে বিভিন্ন হিন্দি ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয়ের মাধ্যমে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। মহেশ আনন্দ অভিনীত অন্যতম সিনেমাগুলো হলো- শাহেনশাহ, মজবুর, স্বর্গ, থানাদার, বিশ্বত্মা, গুমরাহ, খুদদার, বেতাজ বাদশা, বিজেতা, কুরুক্ষেত্র ইত্যাদি।


সংশ্লিষ্ট আরও খবর

সর্বশেষ খবর

Today's Visitor