Space For Advertisement

যৌন হেনস্থার কথা প্রকাশ্যে বলবেন না ফতিমা

যৌন হেনস্থার কথা প্রকাশ্যে বলবেন না ফতিমা

ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯ (বিনোদন ডেস্ক) : বলিউডে তনুশ্রী দত্ত থেকে শুরু, এরপর অনেক খ্যাতনামা অভিনেত্রী, গায়িকা ও মডেল যৌন হেনস্থা নিয়ে মুখ খুলেছেন। কিন্তু এ বিষয়ে নিজের অভিজ্ঞতা জানাতে রাজি নন 'দাঙ্গাল'খ্যাত অভিনেত্রী ফাতিমা সানা শেখ। 'দাঙ্গাল' এর পর আলোচিত 'থাগস অব হিন্দুস্থান' ছবিতেও অভিনয় করেছেন ফাতিমা। তিনি বলেন, জীবনের এই দিকটা আমি প্রকাশ করতে চাই না.... আমার এ অভিজ্ঞতা হয়েছে এবং আমার কাছের লোকজনের সঙ্গে কথা বলেছি। যারা নিজেদের এই ভয়ানক গল্পগুলো জানাতে চান আমি তাদের বিচার করতে চাই না। আর নিজের অভিজ্ঞতা না বলার জন্য আমিও চাই না আমাকে নিয়ে কথা উঠুক।  ফাতিমা আরও বলেন, এখন হেনস্থাকারীরা লোকলজ্জার ভয়ের মধ্যে আছে এবং বলিউড তাদের পরিত্যাগ করেছে। বহু বছর আমরা এটাকে খুব হালকাভাবে নিয়েছিলাম। আর এ কারণে নারীরাও এটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে বাধ্য হয়েছিল।

সূত্র: হিন্দুস্থান টাইমস 


সংশ্লিষ্ট আরও খবর

সর্বশেষ খবর

Today's Visitor