Space For Advertisement

শিমুলিয়ায় পারাপারের অপেক্ষায় ৭ শতাধিক গাড়ি

শিমুলিয়ায় পারাপারের অপেক্ষায় ৭ শতাধিক গাড়ি

ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯ (নিজস্ব প্রতিনিধি) : মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঠাঁলবাড়ি নৌরুটে ঘন কুয়াশার কারণে গতকাল বুধবার দিবাগত রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। টানা চার ঘন্টা বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার সকাল ৭টার পর ফেরি চলাচল শুরু হয়। তবে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় এই ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে সাত শতাধিক যানবাহন। বিষয়টি নিশ্চিত করে শিমুলিয়া ঘাট বিআইডব্লিউটিসি মহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ বরকতুল্লাহ জানান, কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রাতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় লৌহজংয়ের শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া ছয়টি ফেরি দিকনির্ণয় বয়াবাতি না দেখায় মাঝ নদীতে নোঙরে ছিল। এ ছাড়া তিনটি ফেরি শিমুলিয়া ঘাটে লোডে ছিল। তিনি বলেন, ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় সাত শতাধিক ছোট বড় যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির এই চাপ আরও বৃদ্ধি পাচ্ছে। ১৪টি ফেরি দিয়ে এ নৌরুটে যানবাহন পারাপার চলছে। ধীরে ধীরে গাড়ির এই চাপ স্বাভাবিক হচ্ছে বলেও জানান শাহ বরকতুল্লাহ।


সংশ্লিষ্ট আরও খবর

সর্বশেষ খবর

Today's Visitor