Space For Advertisement

গণতন্ত্র চর্চা ও নেতৃত্বের বিকাশ ঘটাতে দিনাজপুর উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্টস্ কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

গণতন্ত্র চর্চা ও নেতৃত্বের বিকাশ ঘটাতে দিনাজপুর উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্টস্ কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

সুবীর চক্রবর্তী ছোটন, দিনাজপুর জেলা প্রতিনিধি : ১৪ মার্চ বৃহস্পতিবার আনন্দমূখর পরিবেশে গণতন্ত্রের চর্চা ও নেতৃত্বের বিকাশ ঘটাতে দিনাজপুর উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ স্টুডেন্টস্ কেবিনেট নির্বাচন-২০১৯ইং অনুষ্ঠিত হল। দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম জানান, শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূলবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা এবং শ্রদ্ধাপ্রদর্শন, শিক্ষা প্রতিষ্ঠানে শিখন শিখানোর কার্যক্রমে শিক্ষকমন্ডলীকে সহায়তা করা, শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ছাত্র ভর্তি ও ঝড়ে পড়া রোধে সহযোগিতা করা, শিখন শেখানো কার্যক্রমে শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের সম্পৃক্ত করা, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন কর্মকান্ডে শিক্ষকদের অংশ গ্রহন নিশ্চিত করা ও ক্রীড়া, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশ গ্রহন নিশ্চিত করার জন্য এই স্টুডেন্টস্ কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ বলেন, শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা এবং নেতৃত্বের বিকাশ এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার শিক্ষা গ্রহন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কর্মসূচী সারাদেশে বিদ্যালয় গুলোতে বাস্তবায়ন করছেন। দিনাজপুর উচ্চ বিদ্যালয়ে স্টুডেনস্ কবিনেট নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১০০৫জন। এর মধ্যে বালিকা ভোটার ৫১৩ জন এবং বালক ভোটার ৪৯২ জন। স্টুডেন্টস্ কেবিনেট নির্বাচনে নির্বাচন কমিশনার (প্রভাতি শাখা))মোহনা ও নির্বাচন কমিশনার (দিবা শাখা) রহিত ইসলাম বলেন আমাদের বিদ্যালয়ে স্টুডেন্টস্ কেবিনেট নির্বাচন আনন্দ মূখর পরিবেশে এবং সুষ্ঠ, অবাধ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন পর্যবেক্ষণে ছিলেন সহকারী প্রধান শিক্ষক (প্রভাতি শাখা) মোঃ জিয়াউর রহমান, সহকারী প্রধান শিক্ষক (দিবা শাখা) মো ঃ আনোয়ারুল ইসলাম (১), সহকারী শিক্ষক মোঃ রবিউজ্জামান তপু, অসিত কুমার বসাকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। 

 


সংশ্লিষ্ট আরও খবর

সর্বশেষ খবর

Today's Visitor