Space For Advertisement

এবার অ্যানিমেটেড ছবিতে জয়া ও ফারুকী

এবার অ্যানিমেটেড ছবিতে জয়া ও ফারুকী

ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯ (বিনোদন ডেস্ক) : ছবিটির পরিচালন ওয়াহিদ ইবনে রেজা, অভিনেদ্রী জয়া আহসান এবং জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এবার স্বল্পদৈর্ঘ্যের অ্যানিমেটেড ছবিতে কাজ করলেন জয়া আহসান। ছবিটির নাম ‘সারভাইভিং ৭১’। জানা গেছে, এ বছরের আগস্ট মাস থেকেই ছবিতে কণ্ঠ দেবেন তিনি। চলচ্চিত্রটি নির্মাণ করছেন হলিউড অ্যানিমেটর ওয়াহিদ ইবনে রেজা। ছবিটি ২০২০ সালের মার্চ মাসে মুক্তি পাবে বলে জানিয়েছেন তিনি। তবে ইতিমধ্যে এর টিজার অবমুক্ত হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকে ২-ডি অ্যানিমেশনের মাধ্যমে বড় ক্যানভাসে তুলে আনা হচ্ছে এ ছবিতে। নির্মাতা ওয়াহিদ বলেন, ছবিটির কেন্দ্রীয় চরিত্রে কণ্ঠ দেবেন জয়া আহসান। তবে শুধু তিনি নন, বাংলাদেশের বেশ কয়েকজন তারকাও যুক্ত হচ্ছেন এতে। আরও যারা থাকছেন তানযীর তুহীন, গাউসুল আলম শাওন, সামির আহসান, অনিক খান, শাওন। এ ছাড়া টিজারে অতিথি ভয়েস আর্টিস্ট হিসেবে আছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। মূলত তারা সবাই বাচিকশিল্পী (ডাবিং) হিসেবে কাজ করবেন এই অ্যানিমেটেড ছবিতে। স্বাধীনতা দিবস উপলক্ষে গত ২৫ মার্চ ইউটিউবে অবমুক্ত হয়েছে ‘সারভাইভিং ৭১’-এর টিজার। ছবিটি তৈরির পেছনের গল্পটি জানালেন এর নির্মাতা ওয়াহিদ ইবনে রেজা। তিনি বলেন, আমার বাবা মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী অধ্যাপক রেজাউল করিম। মুক্তিযুদ্ধকালে তার বাস্তব কিছু ঘটনাকে এ ছবিতে তুলে এনেছি। সেই সময় পাকহানাদার বাহিনী থেকে কীভাবে পালিয়ে গিয়ে মুক্তিযুদ্ধে রেজাউল করিম যোগদান করেছিলেন সেটিই এ ছবির মূল গল্প বলে জানান তিনি।


সংশ্লিষ্ট আরও খবর

সর্বশেষ খবর

Today's Visitor