নুসরাত হত্যাকারীদের শাস্তির দাবীতে তেঁতুলিয়া ইউনিয়নে মানববন্ধন

সুবীর চক্রবর্তী ছোটন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ১১নং তেঁতুলিয়া ইউনিয়নে এলাকার এনজিও সংস্থাগুলো এবং স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা আজ বুধবার দশমাইল সৈয়দপুর মহাসড়কে বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করে। কর্মসূচীর উদ্বোধন করতে গিয়ে ১১নং তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সুনীল কুমার সাহা, জেএসকেএস’র নির্বাহী পরিচালক মোস্তফা কামাল, বহুব্রীহি সংস্থার নির্বাহী পরিচালক মোঃ জাকির হোসেন, সিটিএস’র নির্বাহী পরিচালক মোঃ আমিনুল হক, দিনাজপুর সরকারি কলেজের ছাত্রী মোর্শেদা খাতুন শীলা, প্রধান শিক্ষিকা বিভা সাহা বলেন, ফেনী’র সোনাগাছী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত হত্যা মামলার সুষ্ঠ বিচার না হলে আমরা রাজপথ ছাড়বো না। ধর্ষণকারী যেই হোক না কেন তার ফাঁসি হয় সে জন্য আমরা আন্দোলন করছি। বর্তমান সরকারের কাছে আমাদের দাবী নুসরাত জাহান রাফি হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।