স্বর্ণজয়ী মারজানা গুরুতর আহত

ঢাকা, বুধবার, ০৪ ডিসেম্বর ২০১৯ (স্টাফ রিপোর্টার) : কারাতে ইভেন্ট চলাকালীন মাথায় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এসএ গেমসে স্বর্ণজয়ী বাংলাদেশি অ্যাথলিট মারজানা আক্তার পিয়া বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে মেয়েদের দলগত কুমিতে পাকিস্তানের সঙ্গে ইভেন্টে অংশ নেয় বাংলাদেশ। এ সময় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, প্রতিযোগিতার এ পর্যায়ে মারজানা মাথায় মারাত্মক আঘাত পান। তাকে নেপালের দশরথ স্টেডিয়ামের পাশে একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। শিগগিরই তার সিটি স্ক্যান করানো হবে বলে জানা গেছে মারজানা যখন অসুস্থ বোধ করছিলেন তখন মাঠে চিকিৎসক চলে এলেও তার যথাযথ পুনর্বাসন হয়নি বলে একটি অভিযোগও উঠেছে। এদিকে দলগত ইভেন্টে স্বর্ণজয়ী হুমায়রা আক্তার অন্তরাও আঘাত পেয়েছেন। তবে আঘাত গুরুতর না হওয়ায় আবারও ম্যাটে ফিরেছেন অন্তরা। এছাড়া মেয়েদের দলগত কুমিতে পাকিস্তানের কাছে হেরে রৌপ পদক পেয়েছে বাংলাদেশ।