হবিগঞ্জে বয়লার বিস্ফোরণে নিহত ১

ঢাকা, বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০১৯ (নিজস্ব প্রতিনিধি) : হবিগঞ্জের নবীগঞ্জে বয়লার বিস্ফোরণে নাসির মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচ জন আহত হয়েছেন। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে উপজেলার ওসমানী সড়কের টেকাদীঘি বয়লারে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসির উপজেলার গোপিবাগ এলাকার আব্দুর রশিদের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে উপজেলার ওসমানী সড়কের টেকাদীঘি বয়লারে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই বয়লারের শ্রমিক নাসির মিয়ার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে।