করোনার মধ্যেই টোকিও অলিম্পিক আয়োজনের বিষয়ে অনড় জাপান

ঢাকা, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২০ (মুক্তখবর ডেস্ক) : টোকিওতে অলিম্পিক রিংয়ের সামনে মাস্ক পরে ছবি তুলছেন এক নারী। গত ২৯ জানুয়ারির ছবি। নতুন করোনাভাইরাসের ধাক্কায় টালমাটাল হয়ে পড়েছে বিশ্ব ব্যবস্থা। স্বাস্থ্যখাতে বিশ্বব্যাপী চলছে জরুরি অবস্থা। করোনায় এরইমধ্যে মৃতের সংখ্যা ১৫০০ ছাড়িয়েছে। মোট আক্রান্ত হয়েছে কমপক্ষে ৬৬ হাজার। প্রতিবেশী চীন থেকে উৎপত্তি হওয়া মহামারী এ করোনাভাইরাসের ঢেউ লেগেছে জাপানেও। সেখানেও রোগী পাওয়া গেছে। তবে অনুষ্ঠিতব্য টোকিও অলিম্পিক পিছাতে চায় না জাপান। ৫ মাস পরেই টোকিও অলিম্পিক ২০২০ অনুষ্ঠিত হওয়ার কথা। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কর্মকর্তা জন কোয়েটস শুক্রবার বলেছেন, টোকিও অলিম্পিক যথাসময়েই অনুষ্ঠিত হবে। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পরামর্শ পেয়েছি। খেলা বাতিল, বা সময় পরিবর্তনের কোনো কারণই নেই।
সূত্র: আল জাজিরা