করোনাভাইরাস: জাহাজে আটকা পড়েছে সহস্রাধিক ব্যক্তি

ঢাকা, রোববার, ১৫ মার্চ ২০২০ (মুক্তখবর ডেস্ক) : ৫ যাত্রীর করোনাভাইরাস সংক্রমণের কারণে সহস্রাধিক আরোহী নিয়ে সাগরে আটকা পড়েছে আরও একটি ব্রিটিশ প্রমোদতরী। এমএস ব্রেমার নামে জাহাজটি বাহামার ফ্রিপোর্ট (শুল্কমুক্ত নৌপরিবহন কেন্দ্র) থেকে প্রায় ২৫ মাইল দূরে নোঙ্গর করেছে। পাঁচ আরোহীর শরীরে করোনা শনাক্ত হওয়ায় প্রমোদতরীটিকে তীরে ভেড়ার অনুমতি দেয়নি স্থানীয় কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, ফ্রেড ওলসেন ক্রুজলাইন পরিচালিত জাহাজটি শনিবার বাহামাসের দক্ষিণ-পশ্চিমে নোঙ্গর করে। এতে ৬৮২ যাত্রী ও ৩৮১ জন ক্রু রয়েছেন। এদের বেশিরভাগই ব্রিটিশ নাগরিক বাহামাস কর্তৃপক্ষ জানিয়েছে, ভাইরাসের ঝুঁকির কারণে তারা জাহাজটিতে তীরে ভিড়তে দিতে পারছে না। তবে এতে খাদ্য, ওষুধসহ সব ধরনের সহায়তা হেলিকপ্টারে করে পৌঁছে দেয়া হবে। এ কাজে সহায়তা করতে ইতোমধ্যে দুই ব্রিটিশ কর্মকর্তা ফ্রিপোর্টে পৌঁছেছেন। একজন চিকিৎসক ও এক নার্স জাহাজটিতে যাচ্ছেন।