কোভিড-১৯: আজও ৪২ জনের প্রানহানি, শনাক্ত ২৭৩৫
মুক্তখবর :
জুন ৮, ২০২০

ঢাকা, সোমবার, ০৮ জুন ২০২০ (স্টাফ রিপোর্টার): গত ২৪ ঘণ্টায় দেশে নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মৃত্যু হয়েছে ৯৩০ জনের। ৫২ টি ল্যাবে গত ২৪ ঘন্টায় ১২, ৯৪৪ টি নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছেন ২,৭৩৫ জন, শনাক্তের হার ২১.১৩% । এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৬৮,৫০৪ জনে। একদিনে সুস্থ হয়েছেন আরো ৬৫৭ জন এবং মোট সুস্থের সংখ্যা দা ড়ালো ১৪,৫৬০ জন । সোমবার (০৮ জুন) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।