র্যাপেলস এর পক্ষ থেকে ভোলায় সাংবাদিকদের মাঝে পিপিই বিতরণ

নুরে আলম ফয়জুল্লাহ: ভোলায় সাংবাদিকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা পিপিই বিতরণ করেছে র্যাপেলস লিমিটেড। আজ বুধবার সকালে ভোলা প্রেসক্লাবের হল রুমে র্যাপেলস লিমিটেডের প্রতিষ্ঠাতা জাপান প্রবাসী আপেল মাহামুদের উদ্যেগে এ পিপিই বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক অমিতাব রায় অপু সহ ভোলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডার সাংবাদিকবৃন্দ। আইটি সার্ভিস স্টার্টাপ প্রতিষ্ঠান র্যাপেলস লিমিটেডের প্রতিষ্ঠাতা হলেন ভোলার প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অধ্যক্ষ ফারুকুর রহমানের ছেলে জাপান প্রবাসী আপেল মাহামুদ।। প্রতিষ্ঠানটির বাংলাদেশ থেকে পরিচালনার দায়িত্বে রয়েছেন ইশতিয়াক আহমেদ ইমন। র্যাপেলস লিমিটেড ২০১৮ সালে আইটি ব্যাবসা শুরু করে। যার মুল কাজ ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল এপ্স ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, হার্ডওয়্যার সল্যুশন, আইটি সিকিউরিটি সল্যুউশন এর কাজ জাপান ও বাংলাদেশ মার্কেটে করে থাকে।