রাজশাহীতে আরও ১০৪ জন করোনায় আক্রান্ত

ঢাকা, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০ (নিজস্ব প্রতিনিধি): রাজশাহীতে চিকিৎসক, পুলিশ ও র্যাবের সদস্যসহ আরও ১০৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস গতকাল সোমবার রাতে জানান, চিকিৎসক, পুলিশ ও র্যাবের সদস্যসহ রাজশাহী মহানগরীতে ৯৩ জন, বাগমারা উপজেলায় দুইজন, পবা উপজেলায় আটজন ও গোদাগাড়ী উপজেলার একজনসহ জেলায় মোট ১০৪ জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭৮ জন। এর মধ্যে রাজশাহী মহানগরীতে আক্রান্তের সংখ্যা ৯৬২ জন। এদিকে সিভিল সার্জনের এনামুল হক জানান, রাজশাহী জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১২৭৮ জন। এদের মধ্যে নগরীতে অবস্থান করছে ৯৬২ জন। বাকি ৩১৬ জন অবস্থান করছেন জেলার নয়টি উপজেলায়। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬৫ জন। মারা গেছেন ১২ জন।