বেনাপোল সীমান্তে ফেনসিডিলসহ আটক ২

ঢাকা, বৃহস্পতিবার, ০৬ আগষ্ট ২০২০ (নিজস্ব প্রতিনিধি): বেযশোরের বেনাপোল সীমান্তের বড় আঁচড়া গ্রামে অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে তাদের আটক করা হয়। আটকরা হলেন- বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে শিমুল (২৭) ও একই গ্রামের শিবু ঘোষের ছেলে চিত্ত ঘোষ (২২)। ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার লালমিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বড় আঁচড়া সীমান্ত দিয়ে ভারত থেকে বিপুল পরিমাণ মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে ভোরে সেখানে অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিলসহ শিমুল ও চিত্তকে আটক করা হয় তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।