কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে আহত একজনের মৃত্যু

ঢাকা, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০ (নিজস্ব প্রতিনিধি): চট্টগ্রামের পতেঙ্গায় ইনকনট্রেড লিমিটেডের ইনল্যান্ড কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে আহত একজন মারা গেছেন। রবিউল হোসেন (৩২) নামের ওই ব্যক্তি ইনকনট্রেডের কর্মী ছিলেন। তার বাড়ি কুমিল্লায়। রবিউলকে নিয়ে বুধবারের ওই বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা চারে দাঁড়াল।
পতেঙ্গার লালদিয়ার চর এলাকার ওই কন্টেইনার ডিপোর গ্যারেজে একটি লং ট্রেইলারের তেলের ট্যাংক খুলে ওয়েল্ডিং করার সময় বিস্ফোরণ ঘটলে আরমান, মুক্তার ও নেওয়াজ নামের প্রতিষ্ঠানটির তিন কর্মী নিহত হন। বিস্ফোরণে আহত রবিউলসহ তিনজনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। চট্টগ্রামে ইনকনট্রেডের কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে নিহত ৩ পতেঙ্গা থানার ওসি জোবায়ের সৈয়দ জানান, রবিউলের শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।
“উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে বুধবার গভীর রাতে কুমিল্লার কাছাকাছি পৌঁছালে তিনি মারা যান।” রবিউলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির ইনকনট্রেড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহসিন সরকার।