বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান টেকনাফ ও আউটপোস্ট শাহপুরী কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা পাচার কালে ৭২,০০০ পিস ইয়াবাসহ ব্যবহৃত কাঠের নৌকা জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন শাহপুরী দ্বীপের জালিয়াপাড়া এলাকা সংলগ্ন নাফ নদীতে উক্ত অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান চলাকালীন সময় কোস্ট গার্ড সদস্যরা অবস্থান নেওয়ার পর হঠাৎ একটি কাঠের নৌকা মায়ানমার সীমানা হতে বাংলাদেশের দিকে আসার সময় গতিবিধি সন্দেহজনক মনে হলে বাংলাদেশ সীমানায় আসার পর কোষ্ট গার্ড সদস্যরা তাদের নৌকা থামার জন্য সংকেত দেয়। পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কালে কোস্ট গার্ড সদস্যরা তাদের পিছু ধাওয়া করে। একপর্যায়ে পাচারকারীরা একটি বস্তা পানিতে ফেলে নৌকা থেকে পানিতে লাফিয়ে সাঁতরে তীরে উঠে মায়ানমার সীমানায় জঙ্গলের ভিতর ঢুকে যায়। পরবর্তীতে পানিতে ভাসমান বস্তাটি উদ্ধার পূর্বক তল্লাশি করে ৭২,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ব্যবহৃত কাঠের নৌকাটিও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।