আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হলেন সিরাজুল মোস্তফা
মুক্তখবর :
নভেম্বর ২৫, ২০২০

ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২০ (স্টাফ রিপোর্টার): আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক হলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা। বুধবার (২৫ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এর আগে নতুন ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জামালপুর-২ আসনের এমপি মো. ফরিদুল হক খান দুলাল। মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার শপথবাক্য পাঠ করান। গত ১৩ জুন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। পরে কোভিড-১৯ পরীক্ষায় তার ফলাফল পজেটিভ আসে। তিনি একইসাথে আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন।