মাগুরায় সড়কে প্রাণ গেল এক স্কুলছাত্রের

ঢাকা, রবিবার, ১৭ জানুয়ারি ২০২১ (নিজস্ব প্রতিনিধি): মাগুরার মহম্মদপুর উপজেলায় শ্যালোইঞ্জিনচালিত ট্রলির ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত ছাত্রের নাম পরশমণি (১২)। শনিবার রাতে উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের মৌফুলকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাতের নাম পরশ মনি (১২)। সে মৌফুলকান্দি গ্রামের ভ্যানচালক দুখু মিয়ার ছেলে ও পলাশবাড়িয়া স্কুল এ্যান্ড কলেজের সপ্তম শেণির ছাত্র। স্থানীয়রা জানান, পরশ বাইসাইকেলে ডাঙ্গাপাড়া বাজার থেকে বাড়ির দিকে ফিরছিল। মৌফুলকান্দি এলাকার মুজিব সড়কে পৌঁছলে ইটভাটায় মাটিবাহী দ্রুতগামী শ্যালোইঞ্জিনচালিত তিন চাকার ট্রলি পরশের বাইসাইকেলে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন গাড়িতে অগ্নিসংযোগ করে এবং চালক পালিয়ে যায়। মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রলিটি জব্দ করেছে।