কেরানীগঞ্জে র্যাবের অভিযানে ০৫ জুয়াড়ি গ্রেফতার

মাসুম পারভেজ : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগ এলাকা থেকে ৫ জুয়ারিকে গ্রেফতার করেছে র্যাব-১০। গত মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল মীরেরবাগ বালুরমাঠ এলাকায় একটি অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় ০৫ জন জুয়াড়িকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। চাঁন মিয়া (৩০), ২। মোঃ পান্না মিয়া (৩৭), ৩। মোঃ মিলন (৪০), ৪। মোঃ উজ্জল (৩০) ও ৫। মোঃ মিন্টু (২৭) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ১৫৬ পিস জুয়া খেলার কার্ড (তাস), ১০ টি মোবাইলফোনসহ নগদ ৪,৫২০ টাকা উদ্ধার করা হয়। র্যাব-১০ (২৪ ফেব্রুয়ারি) রাতে মুক্তখবর কে জানান, জুয়ার বিরুদ্ধে ও জুয়াড়িদের গ্রেফতারে চলমান ধারাবাহিক অভিযানে আরও ৫ জুয়াড়ি গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। জুয়ার কারণে চুরি, ডাকাতি, ছিনতাই, পারিবারিক ও সামাজিক অশান্তিসহ নানা ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এজন্য জুয়ার বিরুদ্ধে এবং জুয়াড়িদের গ্রেফতারে ধারাবাহিক অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।