কেরানীগঞ্জে ছিনতাইকারী আটক
মুক্তখবর :
মার্চ ২, ২০২১

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জের বন্দ ছাটগাঁও এলাকা থেকে ১ ছিনতাইকারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।আটককৃতের নাম— মো. সনি (২২)। সোমবার (১ মার্চ) বিকালে র্যাব-১০ এর বার্তা বিভাগ বিষয়টি নিশ্চিত করেন। জানান যে, রবিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে র্যাব-১০ এর একটি দল অভিযান চালিয়ে ছিনতাইকারীকে আটক করা হয়। আটককৃত ছিনতাইকারীর কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি সুইচ গিয়ার চাকু সহ নগদ ৭ হাজার ৯৯০ টাকা জব্দ করা হয়। র্যাব-১০ আরও জানান, আটক ছিনতাইকারীর দীর্ঘদিন যাবত কেরানীগঞ্জসহ ঢাকার বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা, মোবাইলসহ মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল। আসামির বিরুদ্ধে থানায় ছিনতাই মামলা হয়েছে।