ধামইরহাটে জাতীয় ভোটার দিবস পালিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। উপজেলা নির্বাচনের অফিসের উদ্যোগে ‘বয়স যদি আঠারো হয়-ভোটার হতে দেরী নয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২ মার্চ সকাল ১০ টায় বেলুন উড়িয়ে দিবসের সুচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। পরে উপজেলা পরিষদ চত্বর হতে সাংসদ শহীদুজ্জামান সরকারের নেতৃত্বে একটি র্যালী বের করা হয়। র্যালী শেষে পরিষদ চত্বরে তাৎক্ষনিকভাবে নতুন ভোটারদের মাঝে জাতীয় পরিচয় পত্রের স্মার্ট কার্ড বিতরণ করা হয়। ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বেতে স্মার্টকার্ড বিতরণকালে উপজেলা চেয়ারম্যান মোঃ আজাহার আলী, পৌরসভার মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা,উপজেলা আ’লীগের সভাপতি দেলদার হোসেন,সম্পাদক অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম ওসি আবদুল মমিন, উপজেলা প্রকৌশলী আলী হোসেন, উপজেলা নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন, সমাজসেবা অফিসার সোহেল রানা, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুর রহমান, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার সাফিউজ্জামান, সিনিয়র সাংবাদিক এম এ মালেক. পৌরসভার কাউন্সিলর ও উপজেলা প্রেস ক্লাব সম্পাদক মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।