কেরাণীগঞ্জে নানা আয়োজনে নারী দিবস পালিত

মাসুম পারভেজ : যথাযোগ্য মর্যাদায় সারা দেশের ন্যায় কেরাণীগঞ্জেও নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি পালন উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে র্যালী ও আলোচনাসভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানা,কেরাণীগঞ্জ উপজেলা তথ্য আপা অফিসের নাজনীন নাহার, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর মোসা.শাহীনা বেগম,বেসরকারি সেবা সংস্থা বাস্তব এর প্রজেক্ট ম্যানেজার সুলতানা ওহাব, কেরাণীগঞ্জ মডেল থানা যুব মহিলা লীগের সভাপতি রেশমা জামান ও শাহীনা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে ৫০জন নারী প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয় এবং প্রত্যেক প্রশিক্ষণার্থীকে নগদ ৬হাজার টাকা করে প্রদান করা হয়। এছাড়া দিবসটি পালন উপলক্ষে পূর্ব আগানগরের গার্মেন্টস পল্লী এলাকায় এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করেন বাংলাদেশ লেবার ফাউন্ডেশন(বিএলএফ)। করোনা কালে নারী নেতৃত্ব গড়বে নতুন মমতার বিশ্ব এই শ্লোগানকে সামনে রেখে আয়োজিত এ আয়োজনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য মো. তোফাজ্জল হোসেন, জাতীয় শ্রমিকলীগ আগানগর ইউনিয়নের সফল সভাপতি ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক মো.তারিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো.সাগির আহমেদ, কেরাণীগঞ্জ ক্ষুদ্র গামেন্টস কল্যাণ পরিষদের সভাপতি মো. জাকির হোসেন পান্নু,সাধারণ সম্পাদক মনির হোসেন মৃধাসহ আরো অনেকে।